News

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। রোববার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজায় যান তিনি।

রাত সাড়ে ৮টায় সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে অলি আহমদ বলেন, ‘‘আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে ওনার (খালেদা জিয়া) সাথে দেখা করতে এসেছিলাম। দেখা হয়েছে। ওনার খবরাখবর নিয়েছি। ‘‘যখনই সুযোগ পেয়েছি ওনার খবরাখবর নিয়েছি। এবার উনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য চার মাস কাটিয়ে এলেন। এখন কেমন আছেন সেই খবরাখবর নিয়েছি। আল্লাহর মেহেরবানিতে উনি ভালো আছেন। দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন।” লন্ডন থেকে গত ৬ মে দেশে ফেরার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সাক্ষাৎ দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম